রাজধানীর আসাদগেট এলাকায় মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে ডিএনসিসি ও ঢাকা মহানগর পুলিশের যৌথ অভিযানে ক্ষতিগ্রস্ত তিন রিকশাচালককে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। একই সঙ্গে তাদের চাকরির ব্যবস্থার নির্দেশনা দিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
মঙ্গলবার (১৩ মে) অভিযানে কয়েকটি রিকশা জব্দ ও ধ্বংস করা হলে ঘটনাটি গণমাধ্যমে উঠে আসে। মানবিক দিক বিবেচনায় আজ বুধবার (১৪ মে) বিকেলে প্রশাসকের কার্যালয়ে ক্ষতিগ্রস্ত চালকদের হাতে মোট ১ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন তিনি।
ক্ষতিগ্রস্থ রিকশা চালকরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচির মৃত জুরানের ছেলে মো. খলিল, ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার মুনসুর আলীর ছেলে রাসেল মিয়া ও বরিশালের বাকেরগঞ্জের মাহতাব মৃধার ছেলে সুমন মৃধা।
প্রশাসক বলেন, 'সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে মূল সড়কে রিকশা চলাচল বন্ধে কঠোর অবস্থান নেয়া হয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সহায়তা ও চাকরির ব্যবস্থা করা হচ্ছে।'
তিনি জানান, বুয়েট কর্তৃক অনুমোদিত ব্যাটারি রিকশা চালু করতে উদ্যোগ নিয়েছে সরকার এবং চালকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। ব্র্যাক ইতোমধ্যে প্রায় এক লাখ রিকশাচালককে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা