কাউসার খানের রচনা ও মাহফুজ আহমেদ-এর পরিচালনায় টেলিফিল্ম 'রুম নাম্বার ১৩' বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৩য় দিন বেলা ২টা ১০ মিনিটে। টেলিফিল্মে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, রিচি সোলায়মান, নাদিয়া, নিলা, মিথিলা, মাজনুন মিজান প্রমুখ। রুম নাম্বার ১৩-কে ঘিরে তারুণ্যের গল্প দেখা যাবে।