মেক্সিকোর জনপ্রিয় অভিনেত্রী লুপিতা তোভার চিরতরে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। ফক্স লাতিনো সোমবার এ খবর জানিয়েছে। মৃত্যুকালে লুপিতার বয়স হয়েছিল ১০৬। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে মারা যান লুপিতা। হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি।
লুপিতা তোভারের নাতি চলচ্চিত্র পরিচালক পল ভাইজের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্টও মেক্সিকান চলচ্চিত্রের স্বর্ণযুগের স্মরণীয় এ অভিনেত্রীর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছে।
চলচ্চিত্র নির্মাণের প্রথম প্রয়াসগুলোতে শব্দ ছিল না। চলচ্চিত্রের সেই নির্বাক যুগের শেষ হওয়ার পরপরই মেক্সিকোয় 'ড্রাকুলা' ছবিটি নির্মিত হয়। ছবিটি সাংস্কৃতিক, ঐতিহাসিক ও নান্দনিকতার জন্য ছবিটি এখনও স্মরণীয়। 'ড্রাকুলা' র পর লুপিতা অনেক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। কিন্তু 'ড্রাকুলা'র জন্যই তাকে বেশি স্মরণ করা হয়।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৬/ফারজানা