দেশে ফিরলেন রুহি। আজ মঙ্গলবার সকালের ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় পৌঁছেন এই মডেল ও অভিনেত্রী। এর আগে গত মে মাসে দেশে এসেছিলেন তিনি। মূলত; পরিবারের সঙ্গে সময় কাটাতেই এবারের এ প্রত্যাবর্তন তার।
বাংলাদেশ প্রতিদিনকে রুহি বলেন, 'আজ এসেছি। সঙ্গে ছেলে রোহান আসলেও, মনসুর আসেনি। সে আসবে আগামী মাসের প্রথম সপ্তাহে। ডিসেম্বরের শেষ সপ্তাহে ছেলের প্রথম জন্মদিন পরিবারের সঙ্গে উদযাপন করবো বলেই এবার ফিরলাম। এছাড়া আত্মীয়-স্বজনরাও রোহানকে বেশ পছন্দ করে এবং তাকে কাছে পেতে চাইছিল। স্কাইপের মাধ্যমে কথাবার্তা ও দেখাদেখি হলেও চাইছিল জন্মদিনটা যেন দেশেই উদযাপন করা হয়। তাই এ সিদ্ধান্ত।'
সমসাময়িক অন্যান্য ব্যস্ততা ও মিডিয়া জগতে পুনরায় ফিরবেন কিনা এমনটা জানতে চাইলে রুহি বলেন, 'অবশ্যই ফিরবো। সন্তানের জন্য এ সময়টা গ্যাপ দিয়েছি। এছাড়া মনসুর বেশ কিছু ভালো কাজের সিদ্ধান্ত নিয়েছে। যেগুলো চলচ্চিত্র ও সংস্কৃতির জন্য টনিক হিসেবে কাজ করবে বলে মনে করি। আগামী মাসে দেশে ফিরলে নিজেই জানাবে মনসুর।'
রুহি অভিনীত মনসুর আলীর পরিচালনায় ‘একাত্তরের সংগ্রাম’ এবং অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ ছবি দুটি প্রশংসিত হয়েছে। মুক্তি পায়নি ইসমত আরা চৌধুরী শান্তির ‘মায়ানগর’। ওপার বাংলার ‘গ্ল্যামার’ নামের একটি ছবিতেও কাজ করেছেন তিনি। ‘একাত্তরের সংগ্রাম’ ছবির কাজ করতে গিয়েই ব্রিটিশ প্রবাসী বাংলাদেশি নির্মাতা মনসুর আলীর সঙ্গে সখ্য গড়ে ওঠে রুহির। এরপর তা রূপ নেয় প্রেমে। ২০১৪ সালের সেপ্টেম্বরে বিয়ের মধ্য দিয়ে তাদের সম্পর্কের সফল সমাপ্তি ঘটে।
বিডি প্রতিদিন/ ১৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৬