সোমবার সূর্যাস্তের পরপরই দেখা গেছে সুপারমুন। রাত বাড়ার সাথে সাথে বেড়েছে এর উজ্জ্বলতাও। এরকম মুহূর্ত বারবার আসে না। তাই শত ব্যস্ততার মাঝেও চাঁদের সঙ্গে সেলফি তুলতে ভুললেন না শাহরুখ খান। শুধু সেলফিই তুলেননি। সেই ছবি পোস্ট করেছেন টুইটারে।
লিখেছেন, বড় এবং উজ্জ্বল সুপারমুনের সঙ্গে। এটি বরাবরের মতোই নিজের অন্ধকারকে আড়াল করে রাখতে সক্ষম হয়েছে।
ইমতিয়াজ আলীর পরিচালনায় 'দ্য রিং' ছবির শ্যুটিং শেষ করে সম্প্রতি ভারতে ফিরেন শাহরুখ। এখন 'ডিয়ার জিন্দেগি' ছবির প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৬/ফারজানা