ভারতের ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের পর ইতিমধ্যে কেটে গেছে বেশ কয়েকটা দিন। আর সেই বিষয়টা নতুন করে আলোচনায় নিযে এসেছেন পুনম পাণ্ডে। ভারতের বিতর্কিত মডেল-অভিনেত্রী টুইটারের একটি ভিডিও পোস্ট করেছেন। সেই পোস্টের নীচে পুনম লিখেছেন, কেউ একজন আমাকে হোয়াটসঅ্যাপে এই ভিডিওটি পাঠিয়েছেন।
ভিডিওটি বেশ মজাদার। ভিডিওয় দেখা যাচ্ছে, এক যুবক ৫০০ রুপির একগুচ্ছ নোট নিয়ে এক সুন্দরী নারীকে বাতাস করছেন। কিন্তু নারীটি সেই যুবককে পাত্তাই দিচ্ছেন না। এমন সময় দূরে দাঁড়িয়ে আছেন একজন নিরাপত্তারক্ষী। তার হাতে আবার বেশ কয়েকটা ১০০ রুপির নোট। নিরাপত্তারক্ষী ওই নারীকে ডাক দিতেই তার কাছে ছুটি যান তিনি। তারপর সেই নিরাপত্তরক্ষীর সঙ্গে কাঁধে হাত রেখে হাসতে হাসতে চলে যান ওই নারী। এরপর ভিডিওটি নিয়ে কমেন্ট করতে মন্তব্যে মেতে উঠেন পুনমের ফলোয়ার।
ভিডিওটির বক্তব্য হল, ৫০০ রুপির নোট বাতিল হওয়ার ভারতে এখন ৫০০ রুপির নোটের থেকে ১০০ রুপির নোটের দাম বেশি। সেটাই ভিডিওর উপজীব্য।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৬/মাহবুব