'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কম জলঘোলা হয়নি। এমনকি শ্বশুর অমিতাভ বচ্চনও বিষয়টি ভালোভাবে নেননি। তবে এতো দিন মুখে কুলুপ এঁটে বসেছিলেন। তবে পারলেন আর কই। অবশেষে মুখ খুললেন।
ঐশ্বরিয়া রাই জানালেন, ‘ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে একেবারেই স্বচ্ছন্দ ছিলাম না। যে কারণে হলিউডে অনেক ছবির প্রস্তাব এলেও ফিরিয়ে দিয়েছি। তারপর ভাবলাম, দর্শকের কাছে এসব এখন কোনো ব্যাপার না। এসব দৃশ্য তারা প্রতিদিন টিভিতে দেখছেন। তখন ভাবলাম, এবার আমারও বিষয়টি 'এক্সপ্লোর' করা দরকার। তাই রাজি হয়ে গেলাম।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৬/মাহবুব