'লায়ন' ছবিতে অভিনয় করেছেন আট বছরের ভারতীয় অভিনেতা সানি পাওয়ার। ছবির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে আমেরিকায়। কিন্তু ভারতীয় সানিকে কিছুতেই ভিসা দিতে চাইছিল না আমেরিকা। তবে এই ঘটনা নতুন কিছু না। এর আগেও বারবার বাধা পড়েছে ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের আমেরিকা প্রবেশে।
শেষ পর্যন্ত আমেরিকা প্রবেশে দেশটির 'ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিওরিটি অ্যান্ড কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন' অনুমতি দিয়েছে সানি পাওয়ার এবং তার পিতা দিলীপ পাওয়ারকে। সোমবার তারা লস অ্যাঞ্জেলেস পৌঁছেছেন।
দেব প্যাটেল অভিনীত অস্ট্রেলিয়ান-আমেরিকান-ব্রিটিশ ছবি 'লায়ন'-এ সানি পাওয়ার-এর সঙ্গে অভিনয় করেছেন নিকোল কিডম্যান, রুনি মারা। ছবিটি পরিচালনা করেছেন গার্থ ডেভিস। সারু ব্রিয়ারলি-র লেখা 'আ লং ওয়ে হোম' থেকে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। আসলে গল্পটি সারু ব্রিয়ারলির নিজের জীবনের গল্প। ৫ বছর বয়সে সারু কলকাতার রাস্তা থেকে হঠাতই হারিয়ে যান। তারপর বড় হয়ে নিজের হারিয়ে যাওয়া পরিবারের খোঁজে বেরিয়ে পড়েন। এই খোঁজাই হল ছবির গল্প। অনেকেই ভাবছেন গত বছর 'রুম' ছবির জেকব ট্রেম্বলের মতো সানিও অনেকেরই নজরে পড়বেন। তাছাড়াও এই ছবিটি এবারের অস্কারের দৌড়ে রয়েছে। এ ছবিতে বালক সারুর ভূমিকায় অভিনয় করেছেন সানি পাওয়ার। ছবির প্রিমিয়ার শো আগামী ২৫ নভেম্বর।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৬/হিমেল-২০