একের পর সিনেমা করে অসংখ্য যুবকের হার্টথ্রবে পরিণত হয়েছেন হালের বলিউড সেনশেসন আলিয়া ভাট। সেই আলিয়াই কি না সঙ্গী হিসেবে কোন সেলিব্রিটিকে চান না। এমনকি কোনও ইউথ আইকনকে বিয়ে করতে চান না তিনি। একজন পরিষ্কার ভাল মনের মানুষ পেলেই তাকে ভালোবেসে আপন করে নিবেন এই অভিনেত্রী।
আলিয়া ভাট বলেন, ‘জীবন সঙ্গী হট হোক বা না হোক, তিনি যেন ভাল মানুষ হন। তিনি সুরসিক, দায়িত্বশীল, মিষ্ট স্বভাবের অধিকারী হবেন। আর আমাকে প্রচুর ভালবাসবেন।’ ‘ফিল্ম ফেয়ার’–এর প্রচ্ছদ প্রকাশ অনুষ্ঠানে আলিয়া এখনই যে বিয়ে করার পরিকল্পনা করছেন না তা খুব ভালভাবেই বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘আমার জীবন সঙ্গীর কথা যখন ওঠে, আমি আশা করি তিনি কোনও ইউথ আইকন হবেন না। কারণ আমার সন্দেহ আছে আমি তখন যৌবনোচ্ছল থাকব কিনা।’
'ডিয়ার জিন্দেগি' ছবিতে আলিয়ার অভিনয়ের প্রশংসা করে বলিউড বাদশা শাহরুখ খান বলেছেন, ‘আলিয়া খুবই ভাল অভিনেত্রী’। সে প্রসঙ্গে আলিয়া বলেন, ‘শাহরুখ এমন একজন, যার আমি আজন্ম অনুরাগী। তিনি যখন প্রশংসা করেন, সেটা বড় ব্যাপার আমার জন্য।’
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৬/তাফসীর-৪