মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় দেখিয়ে দিয়েছে, যে কোনও কিছুই ঘটতে পারে। কাজেই আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে যদি ‘দ্যা রক’ খ্যাত ডোয়েন জনসনকে লড়তে দেখা যায় তাহলে নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না। আর এমনটা কেউ নন, জানাচ্ছেন স্বয়ং ডোয়েন জনসন নিজেই।
ডোয়েন জনসনকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন দিন সুযোগ আসে তাহলে তিনি মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন কিনা। এর জবাবেই ‘দ্য রক’ বলেন, ‘‘যদি সুযোগ মেলে, তাহলে আমি অবশ্যই লড়বো। সাধারণ মানুষের সেবা করার এই সুযোগটা ছাড়া উচিত হবে না। তাছাড়া যে কোনও কিছু যে ঘটা সম্ভব, সেটা তো আমেরিকার মানুষ এবার দেখতেই পেলেন!’’
যদিও প্রত্যক্ষভাবে রাজনীতিতে কোন দিনই সরাসরি যুক্ত ছিলেন না ডোয়েন। তবে বিভিন্ন পলিটিক্যাল ইভেন্টে যোগ দিয়েছেন এর আগে। রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে বক্তৃতা করার অভিজ্ঞতাও রয়েছে তার।
যেখানে অল্পবয়সি ছেলেমেয়েদের ভোট দিতে উত্সাহ দিয়েছিলেন ডোয়েন। তবে ভবিষ্যতে যে রাজনীতিতে আসতে পারেন, সে ইঙ্গিত এখন থেকেই দিয়ে রাখলেন এই হলিউড অভিনেতা।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৬/তাফসীর-৬