‘করণ-অর্জুন’, ‘হাম তুমহারে হ্যায় সনম’ এ একসঙ্গে কাজ করেছেন সালমান খান ও শাহরুখ খান। 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতেও কাজ করেছেন তারা। ১৪ বছর পর ফের এই দুই খান একই ছবিতে কাজ করবেন এমন খবরে উত্তাল বলিউড পাড়া। তারপর নানা কারণে আর একসঙ্গে দেখা যায়নি তাদেরকে।
‘টিউবলাইট’ ছবিতে নাকি দেখা যাবে শাহরুখকে। ছবিটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছে বলিউড বাদশাকে। কিন্তু এই খবরটিকে নিছক ‘গুজব’ বলে খারিজ করে দিয়েছেন 'টিউবলাইট' পরিচালক কবীর খান। তার মন্তব্য, এটা নেহায়েতই গুজব। এরকম কিছু হলে অবশ্যই জানানো হবে।
‘টিউবলাইট’ ছবির আগে কবীর খানের দুইটি ছবিতে কাজ করেছেন সালমান খান। ছবিগুলো হল: ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘এক থা টাইগার’। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ঈদে ‘টিউবলাইট’ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০২