করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটির টিজার ইউটিউবে মুক্তির সঙ্গে সঙ্গেই রণবীর কাপূর-ঐশ্বরিয়া রাই এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে দর্শকমহলে শুরু হয় গুঞ্জন। সেই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে অশান্তি শুরু হয় বচ্চন পরিবারেরও।
শুধু তাই নয়, ঐশ্বরিয়াকে এভাবে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখে অভিষেক বচ্চনসহ পরিবারের সবাই মারাত্মক বিরক্তও হয়েছেন বলে জানা গেছে। তারা শুধু ঐশ্বরিয়া, রণবীর নয়, চটেছেন ছবির পরিচালকের ওপরেও।
পরবর্তীতে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন ছবিতে ঐশ্বরিয়া আর রণবীরের যৌনদৃশ্য অমিতাভ বচ্চনের নির্দেশেই কেটে দিয়েছে বলেও জানা গেছে। নাম না করেই তার জবাবও দিয়েছিলেন ঐশ্বরিয়া। তবে এবার পুরো ইস্যু নিয়ে মুখ খুললেন খোদ অমিতাভ বচ্চন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বললেন, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল-এ ঐশ্বরিয়ার যে চরিত্র সাবা তা পুরুষদের জন্য সমস্যার হতে পারে।’
আর এ কথা থেকেই বলি টাউনের একটা বড় অংশ মনে করছে, আর যেই বিরোধিতা করুক ঐশ্বরিয়া পাশে পাচ্ছেন অমিতাভকে।
গত ১১ নভেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এসে নিজের বক্তৃতায় নারীদের ক্ষমতায়ন নিয়ে অনেক কথা বলেছেন বিগ বি। উল্লেখ করেছেন সিনেমার সঙ্গে এর সম্পর্ক। ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’র ‘নীতা’, বিশাল ভরদ্বাজের ‘হায়দার’-এ তব্বুর চরিত্রের কথা বিশেষভাবে বলেছিলেন তিনি। সঙ্গে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ ঐশ্বরিয়ার কথা বলতে ভোলেননি। সব মিলিয়ে ঐশ্বরিয়া-রণবীরের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক অমিতাভ একাই থামিয়ে দিলেন বলে মনে করছে সিনে মহল।
বিডি প্রতিদিন/ ১৬ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৯