আদিত্য চোপড়ার 'বেফিকর' ছবিটি চুম্বন শব্দের প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে। শুধু ট্রেলারেই নায়ক রণবীর সিং নায়িকা বাণী কাপুরকে অন্তত ১৭বার চুমু খেয়েছেন। ফ্রেঞ্চ কিস থেকে ইন্ডিয়ান কিস। চুম্বনের ধরনই দেখানো হয়েছে এই ছবিতে। বলিউডের কোনও সিনেমায় এখনও পর্যন্ত এত চুমুর দৃশ্য দেখা যায়নি। এরপরেও রণবীর সিংয়ের দাবি, ছবিটি পুরোপুরি পারিবারিক।
আগামী ৯ ডিসেম্বর মুক্তি পাবে 'বেফিকর'। রণবীর বলছেন, ছবির পরিচালক আদিত্য যে কায়দায় চুমুর দৃশ্যগুলো দৃশায়িত করেছেন, তাতে কোনও অশ্লীলতা তো নেই, বরং যোগ করেছে আলাদা মাত্রা। এই সিনেমাটি শুধু গল্পের জন্য সবার দেখা উচিত। সেন্সর বোর্ড ছবির চুমুর দৃশ্য নিয়ে আপত্তি তুলেছিল। তারপরও এই সিনেমাকে সবার জন্য উন্মুক্ত হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৬/ফারজানা