উপযুক্ত তথ্য প্রমাণ দাখিল করতে না পারায় সাইবার অপরাধ সংক্রান্ত মামলায় হেরে গেলেন বলিউড তারকা হৃত্বিক রোশন। 'কৃষ' তারকা কয়েক মাস আগে সাইবার ক্রাইম আদালতে অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলাটি করেন। কিন্তু জয় পেয়েছেন কঙ্গনাই। এতে কোনো অপরাধের প্রমাণ পায়নি পুলিশ। তাই কঙ্গনাকে নির্দোষ ঘোষণা করা হয়।
হৃত্বিক মামলা করলেও বরাবরই নির্জেকে নির্দোষ দাবি করে এসেছিলেন কঙ্গনা। এবার তার দাবিই সত্য হলো। কঙ্গনার আইনজীবী এই রায়ের প্রতিক্রিয়ায় জানান, আমরা অবাক হইনি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই মামলাটি করা হয়েছিল। পূর্ণাঙ্গ তদন্তের পর এ রায় হয়েছে।
এ রায়ের বিষয়ে এখনো হৃত্বিকের মন্তব্য পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৬/ফারজানা