আমেরিকার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম ২০১৬ পাচ্ছেন মোট ২১ ব্যক্তি। এ তালিকায় আছেন বিশ্বখ্যাত চলচ্চিত্র অভিনেতা টম হ্যাংকস ও রবার্ট ডি নিরো। ক্ষমতায় থাকাবস্থায় এটাই প্রেসিডেন্ট বারাক ওবামা কর্তৃক দেয়া শেষ প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম।
২২ নভেম্বর হোয়াইট হাউজে ওবামা মনোনীত ব্যক্তিদের গলায় পদক পরিয়ে দেবেন। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের তালিকায় আরও আছেন, রকার ব্রুস স্প্রিংসটেন, সংগীতশিল্পী ডায়ানা রস, সাবেক বাস্কেটবল চ্যাম্পিয়ন মাইকেল জর্ডান এবং করিম আব্দুল জব্বার, বরার্ট রেডফোর্টম, বিল গেটস, মেলিন্ডা গেটস, টক শো উপস্থাপক ইলেন ডি জেনারেস, অভিনেত্রী সিসলি টাইসন, স্থপতি ফ্রাংক গেহরি, ভিন স্কুলি, প্রয়াত নেতা ইলুইজি কোবেল, নাসার বিজ্ঞানী মার্গারেট এইচ. হ্যামিলটন।
এক বিবৃতিতে ওবামা জানিয়েছেন, প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম শুধুই আমেরিকার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান নয়। আমাদের সবার থেকে পাওয়া আদর্শ ও ধারণার প্রতি সম্মান এটি। আমরা কোথা থেকে উঠে এসেছি সেটা বিবেচ্য বিষয় নয়। কিন্তু অধিকতর ভালোর জন্য পরিবর্তন আনায় ভূমিকা রাখাটাই গুরুত্বপূর্ণ।
বিডি প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৬/ফারজানা