২০১৫ সালের জানুয়ারি থেকেই ফারহান আখতার এবং অধুনা ভাবানী আলাদা থাকছেন। ১৯ অক্টোবর আদালতে জমা পড়ে বিচ্ছেদের আবেদন। ফারহান ও অধুনা দুজনেই চান এই বিচ্ছেদের সম্পূর্ণ নিষ্পত্তি। তবে তার জন্য আরও ছয় মাস অপেক্ষা করতে হবে। সম্প্রতি মামলার পরবর্তী শুনানি আগামী ২৪ এপ্রিল নির্ধারণ করা হয়। সেই দিনই ফারহান-অধুনার ডিভোর্স মঞ্জুর হতে পারে।
২০০০ সালে ফারহান-অধুনা বিবাহে আবদ্ধ হন। এ যুগলের আকিরা এবং শাক্য নামে দুই মেয়ে আছে।
বিচ্ছেদের পর ফারহানের এক বাংলোর মালিক হবেন অধুনা। খোরপোশের পাশাপাশি দুই কন্যার দায়িত্বও পাবেন অধুনাই। তবে ফারহান তার ইচ্ছে মতো দেখা করতে পারবেন আকিরা-শাক্যের সঙ্গে।
বিডি প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৬/ফারজানা