'দ্য রক' নামটি শুনলেই চোখে ভেসে ওঠে রেসলিং রিংয়ে এক দানবের মূর্তি। পুরো নাম ডোয়াইস জনসন। সাবেক এই রেসলিং তারকার সুখ্যাতি এখন ছড়িয়ে পড়েছে রেসলিং রিং এর বাইরেও। কিছুদিন আগেই পেলেন বিশ্বসেরা আয়ের অভিনেতার তকমা। এবারে জিতলেন বিশ্বসেরা ‘যৌনাবেদনময় পুরুষ’ এর খেতাব।
পিপল’স ম্যাগাজিনের জরিপে সেরা যৌনাবেদনময় অভিনেতার তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারি, তৃতীয় হয়েছেন কৌতুক অভিনেতা কিগান মিশেল কি। এছাড়া এ তালিকায় আরো আছেন টিভি তারকা রামি মালেক, সংগীতশিল্পী নিক জোন্স সহ আরও অনেকে।
পিপল’স ম্যাগাজিন’কে এ তারকা জানান, আমি নিজেকে যৌনআবেদনময় মনে করি না! আর এ জন্যই আমাকে এ খেতাব দেয়া হয়েছে!
তবে এ খবরে বেশ উচ্ছ্বসিত রক। তিনি বলেন, আমি আমার অগণিত ভক্ত ও দর্শকদের সাথে এ আনন্দ ভাগ করে নিয়ে চাই। তাদের ভালবাসা ও অণুপ্রেরণাই আজকে আমাকে এতো দূর নিয়ে এসেছে।
ছয় ফিট পাঁচ ইঞ্চি উচ্চতার এ তারকার ওজন ১১১ কেজি। ১৯৯০ সালের মাঝামাঝিতে রেসলিং এর জগতে প্রবেশ করেন তিনি। তখন থেকেই ‘দ্য রক’ নামে বিপুল জনপ্রিয়তা পান। ২০০১ সালের ‘দ্য মামি রিটার্নস’ ছবির মাধ্যমে হলিউডে পা রাখেন এ তারকা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ