সম্প্রতি বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত ফ্রান্সের প্যারিসে মুখোশধারী ব্যক্তিদের আক্রমণের শিকার হয়েছেন। এর আগে প্যারিসের একই এলাকায় হামলার শিকার হয়েছিলেন পর্নোস্টার কিম কারদাশিয়ান।
জানা যায়, গত শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে মুখোশ পড়া কিছু মানুষ এই হামলা করে। মুখোশপড়া ব্যক্তিরা মল্লিকা ও তার বন্ধুর চোখে মুখে টিয়ার গ্যাস মারার পরে ঘুষি মেরে তাদের আহত করে চলে যায়। এই হামলায় স্তম্ভিত হয়ে মল্লিকা ও তার বন্ধু জরুরি সেবার জন্য ফোন করেন।
ঘটনার তদন্তকারীরা এটাকে ডাকাতির চেষ্টা হিসেবে বিবেচনা করে তদন্ত করছেন। এর আগে গত অক্টোবর মাসে ৫ জনের একটি দল মার্কিন রিয়ালিটি টিভি সুপারস্টার কিম কারদাশিয়ানের উপরও হামলা করে। তার নিরাপত্তারক্ষীদের মাথায় বন্দুক ধরে কমপক্ষে ১০ মিলিয়ন ডলার মূল্যমানের অলংকার নিয়ে পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার