দীর্ঘ দিন ধরেই বলিউড সুপার স্টার সালমান খানের সাথে বেশি বেশি দেখা যাচ্ছিল ইউলিয়াকে। কিন্তু কয়েক মাস আগে দেশে ফিরে যান তিনি। সালমানের বাড়ির লোক তার কান ঝালাপালা করাতেই তার সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন ইউলিয়া! বিচ্ছেদের পর এমন কথাই জানিয়েছেন ইউলিয়া ভান্টুর।
সম্প্রতি রোমানিয়ায় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের অভিজ্ঞতা নিয়ে ইউলিয়া জানিয়েছেন, আমি হিন্দি শিখতে শুরু করেছিলাম। গানও শিখছিলাম। ভারতের পরিবেশ সম্পূর্ণ আলাদা। মানুষজন, সংস্কৃতি সবকিছুই। বাড়িতে সবসময় ঘর ভর্তি লোক থাকে। ব্যক্তিগত জীবন বলতে কিচ্ছু নেই। খোলামেলা পোশাক পরাতে বাধা ছিল। পোশাক পরার আগেও আমাকে বিস্তর ভাবনা–চিন্তা করতে হত।’
যদিও সালমানের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার জন্যই তাদের দু’জনের বিচ্ছেদ হয়েছে বলে শোনা যায়। তবে ইউলিয়ার এমন কথায় সালমানের মনে ব্যাথা লাগা অস্বাভাবিক নয় বলে মনে করছেন সালমান ভক্তরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার/17