মানুষ যেখানে এক নারী নিয়ে ঝগড়ায় কুলিয়ে ওঠতে পারে না সেখানে দুই নারী নিয়ে ঝগড়ায় মেতেছেন আমির খান-আদিত্য চোপড়া। 'ধুম থ্রি' এর পর 'দ্য থাগ অব হিন্দুস্থান' ছবির মাধ্যমে আবারও আদিত্যের প্রযোজনায় কাজ করছেন আমির খান। ছবিটিতে আরও আছেন অমিতাভ বচ্চন। ছবিটিতে মূল নারী চরিত্রে বানী কাপুরকে নিতে চান আদিত্য। তাতেই বাধ সেধেছেন আমির। তার মতে, চরিত্রটির জন্য আলিয়া ভাটই বেশি মানানসই।
একগুঁয়ে অভিনেতা হিসেবে 'সুখ্যাতি' আছে আমিরের। তিনি যেটা সিদ্ধান্ত নেন সেটা করেই ছাড়েন। এদিকে আদিত্যও নিজের অবস্থানে অনড়। 'বেফিকর' ছবিটি দিয়ে দীর্ঘদিন পর পরিচালনায় ফিরছেন তিনি। ডিসেম্বরে মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা ছবিটির ট্রেলার বেশ সাড়া জাগিয়েছে। ছবিটির মূল চরিত্রে অভিনয় করছেন বানী কাপুর। আদিত্য চাইছেন, তার ছবির মূল নায়িকা তার পরবর্তী প্রজেক্টেও কাজ করবে। কিন্তু আলিয়াতে মুগ্ধ আমিরকে কিছুতেই রাজি করাতে পারছেন না তিনি।
'দ্য থাগ অব হিন্দুস্থান' ছবিটির শ্যুটিং এখনো শুরুই হয়নি। কিন্তু এরইমধ্যে মনকষাকষি শুরু হয়ে গেছে অভিনেতা-প্রযোজকের মধ্যে। এ ঠান্ডা লড়াইয়ে কে জয়ী হয়, তার জন্য করতে হবে অপেক্ষা।
বিডি প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৬/ফারজানা