শ্যুটিং চলছে ‘টয়লেট এক প্রেম কথা’ ছবির। এখনও ছবির শ্যুটিং শেষ হয়নি। কিন্তু তার আগেই বিতর্ক শুরু হয়ে গেল অক্ষয় কুমার অভিনীত ‘টয়েলট এক প্রেম কথা’ ছবিটি নিয়ে। স্থানীয় এক আইনজীবী ইতিমধ্যেই ছবির পরিচালককে আইনি নোটিশ দেওয়ার হুমকি দিয়েছে।
ছবিটির বিরুদ্ধে অভিযোগ, অক্ষয়ের নতুন এই ছবি মথুরার দীর্ঘদিনের ঐতিহ্য বিরোধী। ছবির শুটিং চলছে উত্তরপ্রদেশের মথুরার বিভিন্ন গ্রামে। আইনজীবী গোখলেশ কাটারা জানান, ‘ভগবান কৃষ্ণের বাড়ি ছিল নন্দগাঁও ও রাধার ছিল বারসোনাতে। প্রতি বছর রাধা-কৃষ্ণের পবিত্র ভালবাসা হোলি অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। পাশাপাশি দীর্ঘ দিনের রীতি, নন্দগাঁও ও বারসোনা গ্রামের ছেলে-মেয়েদের মধ্যে বিবাহ দেওয়া হয় না’।
কিন্তু টয়লেট এক প্রেম কথা দীর্ঘ দিনের নন্দগাঁও ও বারসোনা মানুষের ভাবাবেগকে আঘাত করবে বলে দাবি আইনজীবীর।
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৬/তাফসীর-৪