রাজকুমার হিরানির পরিচালনায় রুপালি পর্দায় ফিরছে মুন্নাভাই। শুরু হচ্ছে শুটিং। 'মুন্নাভাই' খ্যাত সিরিজের মূল চরিত্র মুন্নাভাই সঞ্জয় দত্ত নিজেই এ তথ্য জানিয়েছেন। তবে এখনও ঢের দেরি। শ্যুটিং শুরু হবে ২০১৮ সালে।
সঞ্জয় দত্ত এত দেরি করে ছবির কাজ শুরু কারণ জানিয়েছেন। তিনি বলেন, হিরানি এরইমধ্যে 'মুন্নাভাই ৩'-এর গল্প ভেবে ফেলেছেন। আপাতত সেটা নিয়ে কথাবার্তা চলছে তার আর চোপড়ার (প্রযোজক বিধু বিনোধ চোপড়া) মধ্যে। শুটিং দেরি করে শুরু হবে, কেন না, আগে আমার বায়োপিকের কাজটা শেষ করতে চাইছেন সবাই! এমনকি আমারও ছবিটা দেখার জন্য তর সইছে না! বুঝতেই পারছেন, ছবিটা আমার জন্য কতটা স্পেশ্যাল।
তবে 'মুন্নাভাই ৩' ছবির নায়িকা কে হচ্ছেন, এতে আগের ছবিগুলোর অন্যতম মূল চরিত্র আরশাদ ওয়ার্সি থাকছেন কী না- তা এখনো জানানো হয়নি।
বিডি প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৬/ফারজানা