একমাত্র মেয়ে আরাধ্যার জন্মদিন ছিল। অথচ উপহারটা পিতা অভিষেক বচ্চনই পেলেন, এ কেমন কথা! আশ্চর্যজনক হলেও সত্যি। মেয়েকে উপহার না দিয়ে তাকে দেয়া হয়েছে। অভিষেকের তো রাগ হওয়ার কথা ছিল। উল্টো তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এমন অভিনব উপহার পেয়ে।
বুধবার আরাধ্যার জন্মদিনে অভিষেকের টুইটার অনুসারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটিতে। সে জন্যই সবাইকে ধন্যবাদ বাজালেন তিনি। টুইটারে অভিষেক লিখেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। মেয়ের জন্মদিনে এত ভাল একটা উপহার যে পাব, তা ভাবতেই পারিনি। আমাকে, আমার পরিবারকে ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।
বিডি প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৬/ফারজানা