মা হতে চলেছেন কারিনা কাপুর। গোটা নবাব পরিবার এখন দিন গুনছে নতুন অতিথির। কিন্তু তার পরেও পুরনো স্মৃতিতে নতুন করে ফিরে গেলেন তারা। আরও একবার বর-বউয়ের সাজে নিজেদের সাজিয়ে তুললেন কারিনা-সাইফ। তবে এবার উদ্দেশ্য ছিল ফটোশ্যুট! চলতি মাসে এক ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা গেল এই নবাব দম্পতিতে।
যেখানে নতুন কনে ও বরের বেশে পাতায় পাতায় দেখা গিয়েছে ‘সাইফিনা’ কেমিস্ট্রি। এবার এই ম্যাগাজিনেই প্রেগন্যান্ট ব্রাইডের ভূমিকায় দেখা যাবে কারিনাকে। আর এখানে তার সঙ্গে বর হিসেবে রয়েছেন সাইফ আলি খানও। এই ফটোশ্যুটে নায়িকার পরনে রয়েছে সব্যসাচীর লেহেঙ্গা ও অনামিকা খান্নার কেপ।
আর বলাই বাহুল্য, এই ফটোশ্যুটে কারিনার উপর থেকে নজর সরানো সত্যি কঠিন।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৪