বিংশ শতাব্দীর একজন বিখ্যাত আমেরিকান চলচ্চিত্র অভিনেত্রী, সংগীত শিল্পী ও মডেল মেরিলিন মনরোর একটি পোশাক ৪৮ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। ১৯৬২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির জন্মদিনের পার্টিতে আঁটসাঁট ওই পোশাক পরেই ‘হ্যাপি বার্থ ডে মিস্টার প্রেসিডেন্ট’ গানটি গেয়েছিলেন যে কোনো সময়ের জন্য শ্রেষ্ঠ এই যৌনাবেদনময়ী অভিনেত্রী। গাউনটির নকশা করেছিলেন হলিউডের বিখ্যাত ডিজাইনার জ্যঁ লুই।
৪৮ লাখ মার্কিন ডলারে মনরোর সেই গাউনটি কিনেছে রিপলি’স বিলিভ ইট অর নট জাদুঘর কর্তৃপক্ষ। গাউনটিতে আড়াই হাজার ক্রিস্টালের টুকরা বসানো আছে।
এর আগে ১৯৯৯ সালেও একবার নিলামে উঠেছিল গাউনটি। সে সময় ধনী ব্যবসায়ী ও সংগ্রাহক প্রয়াত মার্টিন স্ভাইগ ১৩ লাখ ডলারে পোশাকটি কেনেন।
মেরিলিন মনরোর মূল নাম নর্মা জিন মর্টেনসন। ১৯৫০ সালে 'অল অ্যাবাউট ইভ' নামে চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি। ১৯৫৭ সালে মুক্তি পায় বিখ্যাত ছবি 'দ্য সেভেন ইয়ার ইটচ'। 'সাম লাইক ইট হট' ছবিতে অভিনয় করে মনরো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড লাভ করেন। সাংসারিক শান্তি না মিললেও সংক্ষিপ্ত জীবনে তিন তিনবার বিয়ে করেন। ১৯৬২ সালের ৫ আগস্ট লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউডে মাত্র ৩৬ বছর বয়সে পরলোকগমন করেন মনরো। ধারণা করা হয়, মাত্রাতিরিক্ত বড়ি খেয়ে তিনি আত্মহত্যা করেছিলেন।
মেরিলিন মনরোর গাওয়া "হ্যাপি বার্থডে মি. প্রেসিডেন্ট" গাওয়া গানটির ভিডিও দেখতে লিঙ্কে ক্লিক করুন:
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১০