দীর্ঘদিন ধরেই সঙ্গীত জগতে কাজ করে যাচ্ছেন শিল্পী শেখ মহসীন। গত বছর প্রকাশিত ফোকনির্ভর একক অ্যালবাম ‘ময়না’ বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। ‘ময়না’ শিরোনামের গানটির একটি ভিডিও প্রকাশ হয়েছে। এবার শিল্পী মহসিনের আধুনিক ফোক গানের একটি অ্যালবাম আসছে যা তার ক্যারিয়ারের চতুর্থ একক। গানগুলোর সুর করছেন শেখ মহসীন নিজে। আর সংগীতায়োজনে থাকবেন সচী শামস।
নতুন অ্যালবাম প্রসঙ্গে মহসীন বলেন, আমি সময় নিয়ে কাজ করতে পছন্দ করি। এবারের অ্যালবামটিও সময় নিয়ে করছি। বেশির ভাগ গানই আধুনিক ফোক। আমার আগের গানগুলোতে বেশ সাড়া পেয়েছি। আমার বিশ্বাস নতুন গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১৪