বলিউডের বাদশা তিনি। তার ছবি দেখার জন্য মুখিয়ে থাকেন দেশ-বিদেশে ছড়িয়ে থাকা লাখ লাখ ভক্ত। সেই ভক্তরা তাদের প্রিয় নায়কের সম্পর্কে খুঁটিনাটি প্রায় সব খবরই রাখেন। কিন্তু শাহরুখ যে কখনোই সাবান বা শ্যাম্পু ব্যবহার করেন না, এই খবর হয়তো তারা জানেন না! চমকে উঠলেন! ভাবছেন, গ্ল্যামার দুনিয়ার বাদশা হয়ে এটা কী করে সম্ভব! হ্যাঁ, অবাক হলেও এটিই সত্য।
সম্প্রতি একটি টকশোতে একথা জানিয়েছেন স্বয়ং শাহরুখ খানই। বলিউড বাদশা বলেন, “সিনেমার পরে আমি প্রায় ঘণ্টা দু’য়েক ধরে স্নান করি। শাওয়ারের নিচে দু’ঘণ্টা দাঁড়িয়ে থাকি। আমি সাবান পর্যন্ত মাখি না।” এ কথা শুনেই চমকে প্রায় লাফিয়ে ওঠেন তার সঙ্গেই ওই টকশোতে আসা বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। নিজের কানের উপর যেন বিশ্বাসই করতে পারছিলেন না আলিয়া! অবাক হয়ে বাদশার থেকে জানতে চান, “তুমি সাবান ব্যবহারই কর না?” একটুও দেরি না করে শাহরুখ বলেন, “আমি সাবান বা শ্যাম্পু ব্যবহারই করি না।” এ কথা শুনে বেশ অবাক হন করণ জোহরও!
এ বার বুঝলেন তো, ‘স্বদেশ’ ছবিতে যতোই তিনি সাবান মেখে স্নান করার দৃশ্য শুট করুন বা সাবানের বিজ্ঞাপনে যতোই তাকে বাথ টবে গায়ে সাবান ঘষতে দেখা যাক না কেন আদৌও সাবান বা শ্যাম্পু ব্যবহারই করেন না বলিউড বাদশা।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০১৬/মাহবুব