বান্দ্রা–কার্লা কমপ্লেক্সের এমএমআরডি-এ মাতানোর পর শাহরুখের মান্নাতে গত শনিবার পার্টি করলেন ক্রিস মার্টিন। আর এই পার্টিতে শাহরুখের নিমন্ত্রণে উপস্থিত হলেন সালমান খান, ঋত্বিক রোশনস, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফসহ বলিউড তারকারা। রকস্টার ক্রিস মার্টিনের সম্মানে শাহরুখের এই পার্টির আয়োজন।
পার্টিতে পুরো রাতের ঝামেলা নিপুণভাবে সামাল দিয়েছেন হোস্ট শাহরুখ আর গৌরি। অনুষ্ঠান শেষ হওয়ার পর একবার ফারহান আখতারের ফ্ল্যাটে ঢু দেন মার্টিন। তার পরেই যান মান্নাত–এ। সঙ্গে ছিলেন ফারহান, শ্রদ্ধা, শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত কাপুর। এর পর একে একে আসেন রীতেশ দেশমুখ, জেনেলিয়া, ইমতিয়াজ আলি, শ্রিয়া শরন, দিয়া মির্জা, বিবেক ওবেরয়।
তবে সালমান অবশ্য বিবেক ওবেরয়ের ধারেপাশে আসেননি! প্রাক্তন প্রেমিকা ঐশ্বর্যকে নিয়ে তাদের ঝামেলা সুবিদিত। রণবীর সিং গোটা অনুষ্ঠানে ক্যাটরিনার সঙ্গে ঘোরাফেরা করলেও মন্নত–এ ঢুকে বাধ্য প্রেমিকের মতো দীপিকার পাশেই ছিলেন। দীপিকাও প্রাক্তন প্রেমিক রণবীরের প্রাক্তন ক্যাটরিনার সঙ্গে আলাপের চেষ্টা করেননি।
বিডি প্রতিদিন/এ মজুমদার