বলিউডের ভিতরে এবং বাইরে অনেক নারীর সঙ্গে সম্পর্ক গড়েছেন রণবীর কাপুর। কিন্তু কারও সঙ্গেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারেননি তিনি। জনপ্রিয় রিয়েলিটি শো কফি উইথ করণে সম্প্রতি হাজির হয়ে জানান, নিজের প্রেমিকাদের সঙ্গে সম্পর্ক খুব একটা অন্তুরঙ্গ ছিল না তার। তবে বন্ধুর এক প্রেমিকার সঙ্গে তার বেশ অন্তরঙ্গতা ছিল।
ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে এখন 'সিঙ্গেল' তকমা নিয়ে জীবনযাপন করছেন রণবীর। তিনি বলিউডের আরেক রণবীরকে (সিং) নিয়ে হাজির হন করণ জোহরের উপস্থাপনায় 'কফি উইথ করণ' রিয়েলিটি শো'র পঞ্চম পর্বে। সেখানেই করণ রণবীর কাপুরকে প্রশ্ন করেন, 'আপনি কী বন্ধুর প্রেমিকার সঙ্গে ঘুমিয়েছেন?। উত্তরে রণবীর কাপুর হাত তুলে বলেন, 'ইয়েস'।
বিডি প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৬/ফারজানা