এবার আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে বর্ষসেরা শিল্পীর পুরস্কার পেলেন মার্কিন গায়িকা আরিয়ানা গ্র্যান্ড। বিয়ন্সে, অ্যাডেল, সেলেনা গোমেজ, রিয়ান্না ও জাস্টিন বিবারকে হটিয়ে তিনি এই পুরস্কারে বিজয়ী হয়েছেন।
গত রবিবার যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে মাইক্রোসফট থিয়েটারে অনুুষ্ঠিত এ আয়োজনে পুরস্কার বিতরণী ছাড়াও ছিল বিখ্যাত শিল্পীদের নাচ-গান। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিরস্কার করে বিতর্কিত গান ‘ব্যাং ব্যাং’-এ নতুন কয়েকটি লাইন জুড়ে দিয়ে গাইলেন পাঙ্ক ব্যান্ড গ্রিন ডে।
১৯৭৩ সালে গ্র্যামীর বিকল্প হিসেবে প্রবর্তন করা হয় আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস। আর এর বিজয়ী নির্বাচন করা হয় অনলাইনে ভক্তদের ভোটে।
বিডি প্রতিদিন/এ মজুমদার