৯০ দশকের হিট সিনেমা ‘জুড়ুয়া’ ছবির রিমেকে জ্যাকুলিন ফার্নান্দেজ এবং তাপসী পান্নুর সঙ্গে রোমান্স করতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। আগে ছবির নায়কের নাম প্রকাশ করা হলেও নায়িকা কারা হচ্ছেন তা জানানো হয়নি। তবে সম্প্রতি নির্মাতা পক্ষ থেকে জানানো হয়েছে, ছবির রিমেকে জ্যাকুলিন ফার্নান্দেজ এবং তাপসী পান্নু থাকছেন। বরুণও টুইট করে এর সত্যতা স্বীকার করেছেন।
ছবিটি পরিচালনা করবেন বরুন ধাওয়ানের বাবা ডেভিড ধাওয়ান। ১৯৯৭ সালে নির্মিত ‘জুড়ুয়া’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন সালমান খান। তার নায়িকার ভূমিকায় ছিলেন কারিশমা কাপুর ও রম্ভা।
বিডি প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৬/ফারজানা