দীর্ঘদিনের প্রেমিক সিমন কোনেকি’কে বিয়ে করতে যাচ্ছেন অ্যাডেল। মূলত নামীদামী তারকাদের বিয়েটা সাধারণত জাঁকজমক করেই আয়োজন করা হয়ে থাকে। তবে বিখ্যাত সংগীত শিল্পি অ্যাডেলের ক্ষেত্রে ব্যাপারটি সম্পূর্ণ বিপরীত ভাবে ঘটতে যাচ্ছে ঘটনাটি। খুব সাদামাটা ভাবে নিজের বিয়ের ঘোষণাই এসেছে তার পক্ষ থেকে।
ফিমেইল ফার্স্ট ম্যাগাজিন জানাচ্ছে, বিয়েটা সাদামাটাভাবেই করতে আগ্রহী তিনি। এ তারকার একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, অ্যাডেল চান না তার বিয়ে বেশি ধুমধাম করে হোক। তারা দুজন ওরকমটাই দেখাতে চান। একটি ছোট অনুষ্ঠান হবে, এতেই অ্যাডেল খুশি। বেশি জাকজমক চাইছেন না তিনি। বিয়ের অনুষ্ঠানে কাছের মানুষরাই থাকবে বলে জানান তিনি।
আরও জানা যায়, অ্যাডেল এখনো সফরে আছে। বিয়েতে তাই বন্ধুদের দেখে খুশিই হবেন। লস অ্যাঞ্জেলসে বিয়ের পর বাড়িতে ফিরে অন্যদের সাথেও দেখা করবেন। সেখানেও খুব বেশি একটা জাঁকজমক হবে না।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৩