ঋতুপর্ণা সেনগুপ্ত আর রাজপাল যাদবের ‘ম্যায়, মেরি পত্নী অউর উও’ ছবিটার কথা মনে আছে? সেই যেখানে স্ত্রীর উচ্চতা ছিল স্বামীর চেয়ে বেশি আর তা নিয়ে সমাজে শুরু হয় কানাকানি! মুশকিল হল, এবার এই এক সমস্যায় পড়েছেন শহীদ কাপুরও! স্ত্রীর উচ্চতা তার চেয়ে বেশি হয়ে যাওয়ায় তিনি চিন্তিত!
স্ত্রী বলতে অবশ্য এখানে দীপিকা পাড়ুকোনের কথাই ধরতে হবে। সমস্যাটা তো তাকে নিয়েই। তিনিই সঞ্জয় লীলা বনশালির কানে দিয়েছিলেন যে, রুপালি পর্দায় তার উপযুক্ত স্বামী হতে পারবেন কেবল শহীদ কাপুর! দু’জনের স্টারডম মিলে যাবে, স্বামীকে স্টারডমে স্ত্রীর চেয়ে ছোট মনে হবে না! সেই কারণ দেখিয়েই বনশালির নতুন ছবি ‘পদ্মাবতী’ থেকে ভিকি কৌশলকে তাড়িয়েছিলেন নায়িকা এবং চিতোরের রানি পদ্মাবতীর স্বামী রতন সিংয়ের চরিত্রে কাজ পেয়েছিলেন শহীদ!
কার্যত দেখা গেল, এখানেও স্বামীটি স্ত্রীর সমকক্ষ নন! উচ্চতার দিক থেকে! দীপিকা পাড়ুকোন শাহিদ কাপুরের চেয়ে ভালই লম্বা! এ দিকে, সেই সময়ের রাজপুতানার কথা ধরলে স্বামী কখনই স্ত্রীর চেয়ে উচ্চতায় ছোট হতে পারেন না! তাহলে উপায়?
সেটা কারও মাথায় আসছে না! অন্তত পরিচালক এই সমস্যার কোন সমাধান করতে পারছেন না! তিনি মহা বিপদে পড়ে কেবল আদেশ দিয়েছেন শহীদকে- যে ভাবেই হোক, তাঁক দীপিকার চেয়ে লম্বা হতেই হবে!
তাই উপায় না দেখে শহীদ কাপুর শুরু করেছেন প্রয়োজনের চেয়ে কিছু বড় মাপের হিল পরা! এছাড়া অন্য কোন ভাবে তিনি উচ্চতায় দীপিকা পাড়ুকোনকে ছাড়াবার কথা ভেবে বের করে উঠতে পারেননি! শুটিং দলের সবাই হাসছে বটে, কিন্তু কী আর করা যায়!
বিডি প্রতিদিন/২২ নভেম্বর ২০১৬/হিমেল