রণবীর ও ক্যাটরিনার প্রেমকাহিনীর সমাপ্তি ঘটেছে বহুদিন হয়েছে। ক্যাটরিনা বহুবার চেষ্টা করলেও ভাঙা সম্পর্ক জোড়া দিতে রাজি হননি রণবীর।
যে ফ্ল্যাটে রণবীর-ক্যাট লিভ-ইন করছিলেন, সেই ফ্ল্যাট ছেড়ে প্রথমেই চলে গিয়েছিলেন রণবীর। বেশ কয়েক মাস সেখানে রণবীরের জন্য অপেক্ষা করেছেন ক্যাটরিনা। তার পরে অন্য বাড়িতে শিফট করতে বাধ্য হন।
সব মিলিয়ে গত কয়েক মাসে ক্যাটরিনা একেবারেই যে ভাল ছিলেন না, তা বার বার বিভিন্ন সাক্ষাৎকারে ধরা পড়েছে। কিন্তু সম্প্রতি তার হাবভাব দেখে মনে হচ্ছে, ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছেন ক্যাটরিনা। মুভ অন করতে শুরু করছেন। নিত্যনতুন বন্ধুত্বে জীবনকে আবার উপভোগ করতে চাইছেন।
কিছুদিন আগে বেশ শোরগোল পড়েছিল যখন মুকেশ আম্বানি-পুত্র আকাশ আম্বানির সঙ্গে হাতে হাত ধরে একটি পার্টিতে দেখা গিয়েছিল তাকে। মূলত গসিপ হয়েছিল দু’জনের বয়সের ব্যবধান নিয়ে এবং ভারতের সবচেয়ে ধনী এলিজিবিল ব্যাচেলরকে এবার তার মোহময়ী রূপে কাবু করতে চাইছেন ক্যাটরিনা, এই ধরনের গসিপও হয়েছে।
এই নিয়ে চর্চা এখনও স্তিমিত হয়নি, অথচ তার মধ্যেই অন্য এক কাপুরের হাতে হাত রেখে হাঁটতে দেখা গেল ক্যাটরিনাকে। মুম্বাইয়ে গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে রণবীর কাপুর ও পরিণীতি চোপড়ার সঙ্গে ‘কোল্ডপ্লে’-র কনসার্ট শুনতে গিয়েছিলেন ক্যাটরিনা। সেখানে তাকে অর্জুন কাপুরের হাত ধরে ঘুরতে দেখা গেল।
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন