সোনম কাপুর না কি দেখতে হুবহু প্রয়াত নীরজ ভানোটের মতো ! তবে হুবহু না হলেও কিছু মিল রয়েছে তাদের চেহারায়। প্রয়াত নীরজা ভানটের মা পর্যন্ত সংবাদমাধ্যমকে বলেছিলেন, তিনি সোনমের মধ্যে নিজের মৃতা মেয়েকে ফিরে পেয়েছেন। সেটা যে নিছক এক বিবৃতি ছিল না, তার প্রমাণ মিলল এতদিনে।
সম্প্রতি নীরজা ভানটের নামে ঘোষণা করা হয়েছে এক বিশেষ মরণোত্তর পুরস্কার। ১৯৮৬ সালে প্যান অ্যাম-এর এই বিমানকর্মী যেভাবে সন্ত্রাসবাদীদের বোকা বানিয়ে অন্যের প্রাণ বাঁচিয়েছিলেন, তার জন্য।
মাদার টেরেসা মেমোরিয়াল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস-এর জন্য তাই এ বছর বেছে নেওয়া হয়েছিল নীরজা ভানোটের নাম। সেই পুরস্কার নিতে রাজিও হয়ে যান নীরজার পরিবার। শুধু একটি শর্তে! “সোনম আমার মেয়ের হয়ে পুরস্কার নেবে”, জানিয়েছিলেন নীরজার মা রমা ভানোট!
সোনমের কোনও আপত্তি ছিল না। ছবির শুটিং করার সময়েই তিনি বার বার বলেছিলেন, ভানোট পরিবার তাকে আপন করে নিয়েছে। ওদের সঙ্গে দেখা হলে নিজের বাড়িতে রয়েছেন বলেই মনে হয় নায়িকার। তাই নীরজার দুই ভাই অনীশ আর অখিলকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন সোনম। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লার হাত থেকে গ্রহণ করেন এই বিশেষ মরণোত্তর পুরস্কার। জানান, তিনি নীরজার হয়ে এই পুরস্কার নিতে পেরে গর্বিত! “কেন না যারাই জীবনে অন্যরকম, যারাই জীবনকে ছাপিয়ে যেতে চান, নীরজা তাদের সবার কাছে এক উদাহরণ!”