নিত্য মেহরা পরিচালিত ক্যাটরিনা কাইফ অভিনীয় ‘বার বার দেখো’ ছবিটি মুক্তি পায় এ বছরের জুলাইয়ে। ছবিটির খুব বেশি ব্যবসা করতে না পারলেও এর গানগুলো জনপ্রিয়তা পেয়েছিল। চার মাসের বেশি সময় পেরিয়ে গেলেও সে জনপ্রিয়তা এখনো ধরে রেখেছে ছবির আইটেম গান 'কালা চশমা'।
এখন পর্যন্ত নাম্বার ওয়ানে রয়েছে 'কালা চশমা'। ইউটিউবে সবচেয়ে বেশি অর্থাৎ প্রায় সাড়ে ১৩ কোটিবার দেখা হয়েছে গানটি। এ আর সেই গানেই কালো চশমা পরে সিদ্ধার্থের সঙ্গে দেশি লুকে পর্দায় ঝড় তুলেছিলেন ক্যাটরিনা কাইফ। ‘কালা চশমা’য় ক্যাট-সিদ্ধার্থের পাশাপাশি রয়েছেন রাম কপুর, রজত কপুর, সায়নী গুপ্ত। অমৃক সিংহের লেখা এই গানে গলা দিয়েছেন অমর আর্শি, বাদশাহ এবং নেহা কক্কর।
বিডি প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৬/ফারজানা