দীর্ঘদিন পর বড় পর্দার কাজে নিজেকে জড়াতে চলেছেন শম্পা। গত বছর ২৭শে নভেম্বর মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ ছবি ‘গ্যাংস্টার রিটার্নস’। আশিকুর রহমান পরিচালিত এ ছবিতে অপূর্বর বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর টিভি নাটকে ব্যস্ত থাকলেও দেখা যায়নি ফিল্মপাড়ায়। এবার ইউটার্ন নিতে যাচ্ছেন এই অভিনেত্রী। ছবির নাম ‘শ্রাবণ তোমাকে’। এতে ইমনের বিপরীতে অভিনয় করবেন শম্পা। আর এটি পরিচালনা করছেন কামরুজ্জামান।
এ প্রসঙ্গে বাংলাদেশে প্রতিদিনকে বলেন, 'আমার চরিত্রের নাম লাবণ্য। ডিসেম্বরে গানের শুটিংয়ের মাধ্যমে ছবির কাজ শুরু হবে। মূলত মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ের কাহিনীকে ঘিরে গড়ে উঠেছে এ ছবি। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ছটকু আহমেদ। ঢাকা ও সিলেটে এ ছবির দৃশ্যধারণের কাজ হবে।'
বড় পর্দায় এতদিন বিরতি কেন জানতে চাইলে শম্পা বলেন, 'সত্যি কথা বলতে কি অফট্রাক বা ক্লাসিকাল টাইপ ছবিতে আমাকে বেশি মানায়। তাই এ ধরণের চরিত্র পছন্দ করি। কিন্তু কাহিনী ও চরিত্র পছন্দ না হওয়ায় অনেক প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি। আশা করি 'শ্রাবণ তোমাকে' ছবিতে দর্শকরা নতুনভাবে আমাকে খুঁজে পাবে।
উল্লেখ্য, একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার মধ্য দিয়ে রুপালি জগতে শম্পার যাত্রা শুরু। তার মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘মাটির পিঞ্জিরা’, ‘মনের মধ্যে লেখা’, ‘লাভ ইউ প্রিয়া’ ও ‘গ্যাংস্টার রিটার্নস’।
এছাড়া শম্পা অভিনীত ‘ফুল আর কাঁটা’, ‘দূরত্ব’, ‘সাদা কালো মেঘ’, ‘নীড় খোঁজে গাংচিল’সহ বেশ কিছু ধারাবাহিক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে।
বিডি প্রতিদিন/ ২২ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১২