আমেরিকা মিউজিক অ্যাওয়ার্ড ২০১৬ এর আসরে আরিয়ান গ্রান্ডের কাছে বছরের সেরা শিল্পীর তকমা হারিয়েছেন সেলেনা গোমেজ। কিন্তু ভক্ত-দর্শকদের ভালোবাসায় ঠিকই কাউকে ভাগ বসাতে দেননি তিনি। আমেরিকা মিউজিক অ্যাওয়ার্ডে সেরা জনপ্রিয় শিল্পীর পুরস্কার পেয়েছেন তিনি। পুরস্কার হাতে নিয়ে এক মর্মস্পর্মী বক্তৃতা দেন সেলেনা, যা নাড়া দিয়েছে উপস্থিত সবাইকে।
গত আগস্ট থেকেই সবকিছু থেকে অবসর নেন সেলেনা। আমেরিকা মিউজিক অ্যাওয়ার্ড ২০১৬ এর অনুষ্ঠানেও তার আসার কথা ছিল না তার। এ চার মাস ধরে রেকর্ডিং, কনসার্ট, অভিনয়, ওয়ার্ল্ড ট্যুর কোনো কিছুতেই অংশ নেননি। হতাশা ও উদ্বিগ্নতা থেকে বাঁচতে শুধু নিজেকে সময় দিয়েছেন। সামাজিক যোগাযোগের সাইট ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী থাকলেও এখান থেকেও মুখ ফিরিয়ে নেন তিনি। বেশ কয়েক মাস ধরেই এখানে নিজের কোনো ছবি পোস্ট করেননি তিনি।
সাবেক এ ডিজনি তারকা আমেরিকা মিউজিক অ্যাওয়ার্ডে দেয়া বক্তৃতায় জানান, একদমই ভেঙে পড়েছিলেন তিনি। সেলেনা বলেন, অনেকেই আমার জীবন সম্পর্কে অনেক কিছু জানে। সেটা আমার পছন্দ হোক আর নাই হোক। আমি থামতে চেয়েছিলাম। কারণ ভেতর থেকে আমি খুব ভেঙে পড়েছিলাম। আমি আমার জীবনকে ইনস্টাগ্রামে দেখতে চাই না। আমি এটাকে সেখানেই দেখতে চাই যেখানে এটা আছে (নিজের দিকে নির্দেশ করে)। ভক্তদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি যদিও জানি না এটা পাওয়ার কতটুকু যোগ্য আমি। আপনাদের যদি কখনো এমন হয়, মনে হয় ভেতর থেকে ভেঙে পড়েছেন তাহলে নিজের প্রতি ততক্ষণাৎ যত্নশীল হন।
বিডি প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৬/ফারজানা