২০১২ সালে মুক্তি পায় সালমান খান এবং ক্যাটরিনা কাইফের 'এক থা টাইগার'। এতে দেশের স্বার্থের চেয়ে প্রেমকেই বড় করে দেখা হয়েছে। কিন্তু 'এক থা টাইগার' ছবির সিক্যুয়েল 'টাইগার জিন্দা হ্যায়'তে সালমান খানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। ভারত-পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন ছবির পরিচালক আলি আব্বাস জাফর।
ছবিটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। পরিচালক জানান, সালমান-ক্যাটরিনার ছবি মানেই দর্শকের প্রত্যাশা তুঙ্গে। আগের ছবিটি যেহেতু খুব সফল হয়েছিল, তাই চাপ একটা আছেই। কিন্তু দু’দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে গল্প পরিবর্তন করেছি।
দিন কয়েক আগে ছবিতে নিজের চরিত্র নিয়ে একই মন্তব্য করতে দেখা গিয়েছিল ক্যাটরিনা কাইফকে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই ছবির গল্প এগিয়েছে। আমার চরিত্র আরও গুরুত্ব পেয়েছে।
বিডি প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৬/ফারজানা