'বোধদয়' নাটকে অভিনয় করলেন আবিদ আহমেদ। বৃহস্পতিবার রাত ৯টায় নাটকটি প্রচারিত হবে। মিলাদ বড় ভুইয়ার রচনা ও পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন অপূর্ব ও নাদিয়া।
মঞ্চ নাটকে অভিনয়ের পাশাপাশি এখন টেলিভিশন নাটকে নিয়মিত হচ্ছেন আবিদ আহমেদ। তার অভিনীত সর্বশেষ নাটক এস এ হক অলিকের 'রোদেলাকেই ভালোবাসি' নাটকটি ঈদের আগে প্রচারিত হয়। আবিদের আরও কয়েকটি নাটক হল 'হারিয়ে খুঁজি', 'সাদা কালো মেঘ' ও 'মেঘের আড়ালে'।
আবিদ আহমেদ বলেন, অভিনয়ের প্রথম জায়গাটা হচ্ছে থিয়েটার। আগামীতে টিভি নাটকেও আমাকে দর্শকরা নিয়মিত দেখতে পাবেন।
বর্তমানে আবিদ বিজ্ঞাপন এজেন্সি বাংলা মিডিয়া কমিউনিকেশন সিইও পদের দায়িত্বে আছেন। তার অপেক্ষমান নাটকগুলোর মধ্যে রয়েছে মান্নান শফিকের ধারাবাহিক নাটক 'জামাই শ্বশুর' এবং গাজী আপেল মাহমুদের রচনা ও পরিচালনায় 'অদল বদল'।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৬/ফারজানা/বাংলা মিডিয়া