সময় নাকি সব কিছুই ঠিক করে দেয়। সব ক্ষেত্রে কথাটি বোধ করি সত্য নয়। না হলে সালমান খান কেন পারছেন না ১৩ বছর পরেও কাউকে ক্ষমা করতে। ২০০৩ সালের সালে মার্চ মাসে বলিউডের প্রভাবশালী এ অভিনেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন বিবেক ওবেরয়। তার অভিযোগ, প্রেমিকা ঐশ্বরিয়া রাইয়ের সাবেক প্রেমিক সালমান তাকে হুমকি দিয়েছেন। এরপর নানা ভাবে ক্ষমা চেয়ে বেড়িয়েছেন বিবেক। তাতে বরফ গলেনি।
উল্টো যে প্রেমিকার প্রেমে অন্ধ হয়ে ওই সংবাদ সম্মেলন করেছিলেন সেই ঐশ্বরিয়া তাকে এড়িয়ে চলতে শুরু করেন। তার পরের ইতিহাস সবার জানা। সালমানের রোষের মুখে পড়ে বলিউডে ক্যারিয়ারের পথও অমসৃণ হয়ে গেছে তার। সম্প্রতি সালমান-বিবেক দুজনেই শাহরুখ খানের বাড়িতে পার্টিতে যোগ দিয়েছিলেন। সেখানে সালমানকে এড়ানোর সবরকম ব্যর্থ চেষ্টা করেছেন বিবেক। সালমানও হয়তো সেটা খেয়াল করেছেন কিন্তু পাত্তা দেননি। সাল্লু ভাইয়ের অভিধানে হয়তো 'ক্ষমা' বলে কোনো শব্দই নেই!
বিডি প্রতিদিন/২৪ নভেম্বর, ২০১৬/ফারজানা