খ্যাতনামা পরিচালক সঞ্জয় লীলা বানশালির হাত ধরেই বলিউডে যাত্রা শুরু হয় দুই পরিচিত কাপুরের। তারা হলেন সোনম ও রণবীর। তাদের অভিষেক ছবি 'সাওয়ারিয়া' হিট না হলেও দুই জনেই এখন বলিউডে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। তবে ছবিটি মুক্তির ১০ বছর পারও হলেও আর একসঙ্গে কাজ করা হয়নি তাদের।
দীর্ঘ সময় পর সোনম-রণবীর জুটিকে বলিউডে ফিরিয়ে আনছেন আরেক জনপ্রিয় নির্মাতা রাজকুমার হিরানি। সঞ্জয় দত্তের জীবনীভিত্তিক ছবিতে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করছেন রণবীর। সেই ছবিতে রণবীরের সঙ্গে জুটি বেঁধে কাজ করবেন সোনম। ১৯৮০-৯০ সালের মধ্যে অনেকর নারীর সঙ্গে সঞ্জয়ের নাম জড়িয়েছে। তারই মধ্য থেকে কোনো একটি চরিত্রে কাজ করতে দেখা যাবে সোনমকে।
বিডি প্রতিদিন/২৪ নভেম্বর, ২০১৬/ফারজানা