এ বছরের সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি ‘প্রেমী ও প্রেমী’র শ্যুটিং শেষ হয়েছে। মঙ্গলবার রাতে ছবির মূল অভিনেত্রী নুসরাত ফারিয়ার একটি দৃশ্য ধারণের মধ্য দিয়ে ছবিটির কাজ সমাপ্ত হয়। নির্মাতা সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসেই মুক্তি পাবে চলচ্চিত্রটি।
‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রটির গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। কাহিনী বিন্যাস ও পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু।
ছবিটি সম্পর্কে আরিফিন শুভ বলেন, শুধু এতটুকুই বলবো, মন দিয়ে অভিনয় করেছি। যাকে সহজে বলা যায় মন উজাড় করে অভিনয় করা। রাজু স্যার খুব সহযোগিতা করেছেন। যে কারণে মনের ভেতর চলচ্চিত্রটি নিয়ে ব্যাপক আশা জেগেছে। বাকিটা দর্শকের ওপর নির্ভর করছে।
নুসরাত ফারিয়া বলেন, এরই মধ্যে ‘প্রেমী ও প্রেমী’ গানটি দর্শকের কাছে বেশ ভালোলাগার জন্ম দিয়েছে। আমার গেটআপ এবং নাচের-এক্সপ্রেশনের খুব প্রশংসা পেয়েছি। তাই ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী।
বিডি প্রতিদিন/২৪ নভেম্বর, ২০১৬/ফারজানা