চাকরি করে সংসার আর পঙ্গু স্বামীর ওষুধের খরচ চালায় ইরা। কঠিন মনোবলের মেয়ে। তবুও অফিসের সহকর্মী রাশেদ পছন্দ করে ইরাকে। মাঝে-মধ্যে নানা অজুহাতে রাশেদ তাকে লিফট দেয়, পছন্দের জিনিস কিনে দেয়। বিষয়টা স্বামী শিশিরের নজরে পড়ে। মনে দ্বিধা শুরু হয়। তাহলে কি ইরার গোপন সম্পর্ক আছে? তার পঙ্গুত্বের সুযোগ নিয়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছে ইরা? এমন নানা প্রশ্ন খেলা করতে থাকে শিশিরের মনে। এক পর্যায়ে ক্ষোভে-দুঃখে বাড়ি থেকে চলে যায় শিশির।
ইরা বাসায় ফিরে শিশিরকে না পেয়ে পাগলের মতো হয়ে যায়। এক পর্যায়ে ভুল ভাঙার পর আবার ফিরে আসে শিশির। এমনই এক ভাঙা-গড়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ইচ্ছেঘুড়ি’।
ফায়জুল রথির রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সজল, নওশাবা, ওয়াসিম প্রমুখ। আগামীকাল শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ