ভারতের মুম্বাইয়ের এক সাধারণ গুজরাটি পরিবারের মেয়ে ডিম্পল পাটেল। তার স্বাভাবিক সৌন্দর্য ও শারীরিক ভাষা প্রথম থেকেই সকলের নজর কেড়েছিল। ২০১০ সালে অংশ নিয়েছিলেন মিস ইন্ডিয়া প্রতিযোগিতায়। প্রথম পাঁচ থেকেই সরে আসতে হয় তাকে।
কিন্তু এরপর মডেলিং ক্যারিয়ার গড়তে অসুবিধা হয়নি ডিম্পল পাটেলের। এখন তিনি ভারতের প্রথম সারির সুপার মডেল। একাধিক টিভি কমার্শিয়ালে দেখা গেছে তাকে। দেশের সমস্ত নামী ডিজাইনারদের কালেকশনে দেখা গেছে তাকে। দেশ ছাড়াও বহু আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্টেও অংশ নিয়েছেন তিনি।
এবার স্টাইলিশ ডিম্পল পাটেল এবার দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক মঞ্চে। এই সুন্দরী এখন ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন ‘মিস গ্লোব ২০১৬’ কনটেস্টে। এই সৌন্দর্য প্রতিযোগিতার আসর বসেছে ইউরোপের ‘আলবানিয়া তিরানে’-তে। সেখানে ইতিমধ্যেই ডিম্পলের সৌন্দর্য সকলের নজর কেড়েছে।
উল্লেখ্য গত ১৫ বছর ধরে আয়োজিত হচ্ছে এই বিউটি পেজেন্ট। এখনো পর্যন্ত ভারতের ঘরে আসেনি এই খেতাব। তাই এ বছর এই খেতাব জিতলে ভারতীয় নারীর সৌন্দর্যের ঐতিহ্যকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবেন ডিম্পল। তাছাড়া এবছর এই প্রতিযোগিতাটি উৎসর্গ করা হয়েছে সন্ত টেরেসার নামে। তাই এই বছর যদি ভারতের ঘরে আসে এই খেতাব, তবে দেশের পক্ষে তা অবশ্যই একটি ভাল খবর।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-২