তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে আগেই। এমনকি সন্তানদের দায়িত্বের অধিকার নিয়ে মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। এরকম একটি তিক্তকর সময়ের মাঝেই খুশির খবর পাওয়া গেল। সন্তানের অনুরোধ ফেলতে পারলেন না অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্রাড পিট। তাই ‘থ্যাঙ্কসগিভিং’ উপলক্ষে আবার তারা মিলিত হচ্ছেন।
দত্তক এবং নিজেদের মিলিয়ে ৬ সন্তানের জনক–জননী তারা। কিন্তু সন্তানেরা তাদের বাবা–মার বিচ্ছেদ মানতে পারছেন না। পারিবারিক সূত্র হতে জানা যায়, ‘সপ্তাহ খানেক ধরে শাইলো তাদের আবার একসঙ্গে থাকার কথা বলছে। সম্প্রতি সে অ্যাঞ্জেলিনা এবং ব্রাডকে আবেগী চিঠি লিখে থ্যাঙ্কস গিভিং–এ একসঙ্গে কাটানোর কথা বলেছে।’
এরপরই তাঁরা একদিন একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, অ্যাঞ্জেলিনা ব্রাড পিটকে পারিবারিক ডিনারে আমন্ত্রন জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-৪