বলিউড বাদশা শাহরুখ খান যেখানেই হাত দিয়েছেন, সেখানেই যেন সোনা ফলেছে। এত খ্যাতি পাবার পরেও এখনও শাহরুখ খানের চাহিদার ঝুলি ভরেনি। এত কিছুর পরেও বাকি আছে একটি। এমন কোনও ছবির অংশ হতে চান তিনি, যেটি সারা পৃথিবীতে খ্যাতি পাবে। এটাই শাহরুখের নতুন প্রোজেক্ট। সম্প্রতি এমনই একটি ইচ্ছা প্রকাশ করলেন শাহরুখ খান।
দু’দিনের পরেই মুক্তি পাবে শাহরুখ খানের নতুন ছবি 'ডিয়ার জিন্দেগি'। সেই ছবি নিয়ে একটি সাক্ষাৎকারে শাহরুখ খান জানালেন, "বিশ্বখ্যাত একটি ছবির অংশ হতে চান তিনি। সেটা যে কোনও ভূমিকাতেই হোক। অভিনেতা, প্রযোজক, সাউন্ড ডিজাউনার, যা ইচ্ছা। ছবির অংশ হলেই হল। প্রায় ২৫ বছর বলিউড পাড়া দাপিয়ে বেড়ানোর পর এটাই শাহরুখের বাকি থাকা ইচ্ছা।"
তিনি আরও জানালেন, ছোটবেলা থেকেই ম্যারাডোনা তার পছন্দের চরিত্র। তার মতই ধনী, বিখ্যাত, ও সেলিব্রেটি হতে চেয়েছেন তিনি। ভারতের বাজারে, এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকটা পেয়েছেনও। তবু যেন ইতিহাসের অংশ হতে চাওয়ার ইচ্ছাটা তার মধ্যে থেকে যাচ্ছে না। এটাও ঠিক, কীভাবে তিনি সাফল্যের চূড়ায় পৌঁছে গেছেন, সেটা তিনি নিজেই জানেন না।
শাহরুখের দাবি, আসলে সেলিব্রেটি শাহরুখ খানের হয়ে তিনি কাজ করছেন মাত্র। সে যেমন ভাবে চলতে বলে, তিনিও তেমন ভাবে চলেন। সেলিব্রেটি শাহরুখের সাফল্যের কারণটা তাই কর্মী শাহরুখ জানেন না।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-৭