ছেলে রকো রিচির ভুল কারণে খবরের শিরোনাম হলেন বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন সেরা পপ গায়িকা ম্যাডোনা। মাদক সেবনের সময় ম্যাডোনা ও গাই রিচি দম্পতির ছেলেকে আটক করে পুলিশ।
ডেইলি মেইল জানায়, স্থানীয় পুলিশ উত্তর লন্ডনের প্রিমরোজ হিল থেকে ১৬ বছর বয়সী রকোকে ধরে নিয়ে যায়। সে সময় সে গাঁজা সেবন করছিল বলেই অভিযোগ উঠেছে।
সূত্র বলছে, “রকো ওই এলাকায় খুবই চেনা মুখ ছিলেন। সেটা অবশ্য ভালো কারণে নয়! মাঝে মাঝে তাকে সন্দেহজনক অবস্থায় দেখা গিয়েছে। এই ঘটনা সেটার সর্বশেষ উদাহরণ ছিল। স্থানীয় মানুষজন তার ব্যবহারে বিরক্ত হয়ে গিয়ে পুলিশ ডেকেছিল।”
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-১১