পাকিস্তানের মঞ্চ অভিনেত্রী কিসমত বেগকে দিনে-দুপুরে দুর্বৃত্তরা গুলি করে আহত করেছে। তার অবস্থা আশংকাজনক। বৃহস্পতিবার লাহোরে কিসমত বেগকে অজ্ঞাত বন্দুকধারীদের এ আক্রমনের শিকার হন তিনি। খবর দ্য ডন অনলাইনের।
পুলিশ জানিয়েছে, তিনি অন্য এক ব্যক্তির সঙ্গে কার গাড়িতে লাহোরে বেড়াতে বের হয়েছিলেন। মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি তাদের গুলি করে পালিয়ে যায়।
পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তিও গুলিতে আহত হন। তবে তার অবস্থা স্থিতিশীল বলে পুলিশ জানিয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৪