গত বছরের ১৩ অক্টোবর থেকে এনটিভিতে প্রচারিত হচ্ছে তারকাবহুল ধারাবাহিক নাটক ‘সানফ্লাওয়ার’। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে এই নাটকটি প্রচারিত হয়। মেজবাউর রহমান সুমনের চিত্রনাট্যে নজরুল ইসলাম রাজু ও নাটকটি পরিচালনয় ‘সানফ্লাওয়ার’ নাটকটি ইতোমধ্যেই দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছে। নাটকটিতে আরেকটু ভিন্ন মাত্রা যোগ করতে আগামী ৩ ফেব্রুয়ারি এই নাটকে প্রবেশ করবেন 'সুপার হিরো সুপার হিরোইন'খ্যাত মডেল ও অভিনেত্রী শম্পা।
শম্পা ছাড়াও নাটকটিতে অভিনয় করছেন তারিন জাহান, অপূর্ব, ঊর্মিলা শ্রাবন্তী কর, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, ইফফাত তৃষা, ডলি জহুর, শিল্পী সরকার অপু, খালেকুজ্জামান, জয়রাজ, আনিস, এনামুল হক বাচ্চু প্রমুখ।
বর্তমানে বেশ ব্যাস্ততার মধ্যে দিয়ে সময় পার করছেন শম্পা। বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে জড়িয়ে আছেন এই লাস্যময়ী। বিটিভিতে প্রচারিত হচ্ছে তার 'সাদাকালো মেঘ'। এটিএন-এ 'ফুল আর কাঁটা' ও 'আকাশ ছোঁয়া স্বপ্ন' নামের এই নাটক দুইটিতে তার অভিনয় দর্শকমহলে বেশ ভালো গ্রহনযোগ্যতা পেয়েছে। বৈশাখী টেলিভিশনে প্রচারিত 'চাপাবাজ" নাটকেও এই অভিনেত্রীকে একটি গুরুত্বপুর্ন চরিত্রে দেখা যাচ্ছে। এছাড়া এনটিভিতে একটি গানের অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্বে রয়েছেন তিনি।
অন্যদিকে কামরুজ্জামানের 'শ্রাবণ তোমাকে' ছবির শ্যুটিং শুরু হবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে। এতে তার বিপরীতে দেখা যাবে ইমনকে। উল্লেখ্য, একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার মধ্য দিয়ে রুপালি জগতে শম্পার যাত্রা শুরু হয়। তার মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘মাটির পিঞ্জিরা’, ‘মনের মধ্যে লেখা’, ‘লাভ ইউ প্রিয়া’ ও ‘গ্যাংস্টার রিটার্নস’
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৭